রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

গণঅভ্যুত্থানে শহীদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ১১:০৬ এএম

শেয়ার করুন:

loading/img

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত ডা. কবিরুল ইসলাম রুবেলের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে শহীদ রুবেলের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষে সৌজন্যমূলক সাক্ষাত করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। এসময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে পরিবারকে ঈদ উপহার তুলে দেন।


বিজ্ঞাপন


উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে দুইজন চিকিৎসক শহীদ হয়েছিলেন। আরেকজন হলেন ডা. সজিব সরকার। তিনি ঢাকার উত্তরায় শহীদ হন ১৮ জুলাই। আর ডা. কবিরুল ইসলাম রুবেল মোহাম্মদপুরে শহীদ হন ৫ আগস্ট। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ইসপাহানি ইসলামিয়া আই ইন্সটিটিউট ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ ডা. সজীবের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম ও বিশেষজ্ঞ চিকিৎসকদল। এসময় জুলাই আন্দোলনে শান্তি সমাবেশের বিরুদ্ধে গিয়ে আন্দোলনের পক্ষে কণ্ঠস্বর তোলা বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুস শাকুর খান উপস্থিত ছিলেন।

এসময় তারা শহীদ পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে সার্বিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন।

এসএইচ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub