ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে ১১ এপ্রিল ঢাকাসহ চার বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট করবে বিএনপি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কনসার্টের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিকেল ৩টা থেকে শুরু হয়ে আয়োজন চলবে রাত ১১টা পর্যন্ত। ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি একযোগে খুলনা এবং বগুড়া শহরে একযোগে কনসার্ট হবে বলে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনে’র পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকায় কনসার্টটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে থাকবে জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা।
চট্টগ্রামের কানসার্টটি হবে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে। সেখানে থাকবে মাইলস, নাটাই, ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী, সাবকনশিয়াস বে অব বেঙ্গল ও মিথুন বাবু।
বগুড়ায় এখন পর্যন্ত দুটি ভেন্যুতে কনসার্ট আয়োজনের কথা চলছে। এর মধ্যে আলতাফুন্নেসা খেলার মাঠ এবং সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠ রয়েছে। সেখানে থাকবে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, বাগধারা, কনকচাঁপা, অমিয়া, লুইপা।
বিজ্ঞাপন
এছাড়া খুলনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে শেখ আবু নাছের স্টেডিয়ামে। সেখানে পরিবেশনায় থাকবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ, তাহসান, জয় শাহরিয়ার, লিজা এবং পলাশ।
কনসার্টের আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশে’র সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি এবং নিজস্ব সংস্কৃতি ‘ধরে রাখার’ তাগিদে এ আয়োজন করছি। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই, বাংলাদেশের সংস্কৃতির ওপর যে একটি আগ্রাসন তা আমরা বারবার মোকাবিলা করছি।
এ্যানী বলেন, কোনোভাবেই যেন বাংলাদেশের সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেদিকে আমরা বিশেষভাবে নজর দেব। এ আয়োজনে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকগান ও সংস্কৃতি এবং কৃষ্টিগুলো তুলে ধরব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য মোনায়েম মুন্না, এসএম জিলানী, আতিকুর রহমান রুমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও এহসান মাহমুদ।
এমই/এমআর