শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩০ মার্চ) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


মির্জা ফখরুল বলেছেন, ‘আলহামদুলিল্লাহ উনি (খালেদা জিয়া) লন্ডনে এখন বেটার আছেন। আজ সেখানে ঈদ উদ্‌যাপিত হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পরে উনি উদ্‌যাপন করছেন। দিস ইজ আ গুড থিংক ফর আস।’

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের রোডম্যাপ হলেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জানা যাবে।

সংবাদ সম্মেলেন খালেদা জিয়ার কারাগার জীবন প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। বলেন, ‘ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে। সেখানে তাঁর কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে কারগারে তাঁকে স্লো পয়জনিং করা হয়েছে। এটা যদি ম্যাডামকে জিজ্ঞাসা করেন, উনি বলবেন না। কারণ, উনি সেই ধরনের মানুষ নন...একবারের জন্য বলবেন না।’

শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছানো হলে দেশে সংকট তৈরির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub