মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুর পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।
পোস্টে জামায়াতের আমির উল্লেখ করেন, ‘মাগুরার শিশু আছিয়ার পরিবার একটি খুব অসহায় পরিবার। তার পিতা মানসিক রোগী এবং পরিবারে কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে, এই পরিবারটির দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়েছে, আল্লাহর সাহায্য ও ভরসায়।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে এই পরিবারের সদস্যদেরকে অবহিত করা হয়েছে এবং সকলের কাছে দোয়ার আবেদন জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করেন, আমীন।’
টিএই/এইউ