রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সব দ‌লের মতামত না নি‌লে সংস্কার টেকসই হ‌বে না: জিএম কা‌দের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

সব দ‌লের মতামত না নি‌লে সংস্কার টেকসই হ‌বে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‌জাতীয় পা‌র্টিসহ দে‌শের বড় রাজনৈতিক দল ছাড়া নির্বাচনও গ্রহণ‌যোগ্য হ‌বে না।

বুধবার (১ জানুয়ারি) দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবা‌গিচার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রাজধানীর আইডিইবি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত কর্মসূচি পালন ক‌রে দলটি।

জিএম কাদের বলেন, আমরা একটি রাজনৈতিক নিবন্ধিত দল, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা আমাদের আইনগত অধিকার হলেও তা কর‌তে দেওয়া হ‌চ্ছে না। নিরাপত্তার কথা ব‌লে সমা‌বে‌শের অনুম‌তি দিচ্ছে না। কেউ হুমকি দিয়ে থাকে, রাষ্ট্রের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করার, রাষ্ট্র সেটি পালন করছে না। বৈষম্যমুক্ত দে‌শের কথা বলা হলেও ফ্যাসিস্ট শক্তির দোসর ব‌লে রাজনী‌তি‌তেও বিভাজন করা হ‌চ্ছে। বিনা বিচারে নির্যাতন, হয়রানি মামলা দেওয়া, বাড়ি-ঘর, ব্যবসা-প্রতিষ্ঠা‌নে হামলা করা হ‌চ্ছে। হত্যার বিচারের নামে প্রহসন করা হচ্ছে।

জাপা চেয়ার‌ম্যান আরও ব‌লেন, আমরা এটাকে ফ্যাসিবাদ হিসেবে দেখছি, নব্য ফ্যাসিবাদ আবার চেপে বসেছে। ৪৮ দলের মধ্যে ৩০টি দলকে বাদ দিয়ে নির্বাচন করা কথা ভাবা হ‌চ্ছে।

জিএম কাদের ব‌লেন, আমাদের দেশের কোনো সরকার ক্ষমতা ছাড়‌তে চায় না, এর অন্যতম কারণ ক্ষমতা ছাড়ার পর অত্যাচারিত হয়। যেমন‌টি হ‌য়ে‌ছিল এরশা‌দের সঙ্গে। শা‌ন্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পর তা‌কে জে‌লে যে‌তে হ‌য়ে‌ছিল।


বিজ্ঞাপন


জাতীয় পা‌র্টির চেয়ারম্যান ব‌লেন, কেউই নিরাপদ নয়, কে, কখন, কীভাবে ফ্যাসিবাদের দোসর হয়ে যাবেন, বলতে পারবেন না। যেভাবে দেশকে বিভক্ত করেছে, সুষ্ঠু নির্বাচন কিংবা সংস্কার করতে সক্ষম হবেন না।

সমাবেশে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী। সভা করার জন্য ডিএমপির কাছে আবেদন দিয়েছিলাম, মৌখিকভাবে অনুমতি দেয়, নিয়ম মেনে সভা করতে চেয়েছিলাম। পরে অনুমতি বাতিল করা হয়। কী কারণে সভা করতে দেওয়া হলো না, আমরা জানতে পারিনি।

চুন্নু বলেন, গণতন্ত্রের জন্য এক হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে। তারই ফল আজকের সরকার, কিন্তু আমাদের কেন এই কর্মসূচি করতে দেওয়া হলো না?

সমা‌বেশ শে‌ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub