শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরকীয়া করলে পাথর নিক্ষেপ করার আইন করব: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢালিউড চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস অভিনয়ে অনিয়মতি হলেও ব্যক্তিগত কারণে সংবাদের শিরোনাম তিনি। এখন বিভিন্ন অনুষ্ঠান, শো-রুম উদ্বোধন ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার নায়িকা জানান, সমাজ থেকে পরকীয়া বন্ধ করতে চায়।

শাকিবই আমার শাহরুখ খান: অপু বিশ্বাস


বিজ্ঞাপন


ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে র‌্যাপিড ফায়ার সেগমেন্টে জটপট উত্তর দিতে হয় অপু বিশ্বাসকে। ওই অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, ‘আমাকে যদি সুপার পাওয়ার দেওয়া হয় তাহলে প্রথমে পরকীয়া বন্ধ করতে চায়। এমন আইন জারি করব যে, দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।’  

Apu_1

পরকীয়ার পেছনে বিশেষ কারণ  উল্লেখ করে নায়িকা বলেন, ‘আমরা পত্রিকা, খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে। সেটা ফেসবুকে, মেসেজে, সোশ্যাল মিডিয়ায় বিপদজনক ব্যবহার কারণেই ঘটে।’

শাকিবের ‘বরবাদ’-এর পাশে বুবলী, নীরব অপু বিশ্বাস


বিজ্ঞাপন


ওই অনুষ্ঠানের সঞ্চালক জানতে চান, জীবনের কোন অভ্যাস পরিবর্তন করতে চান? এ প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।’

Apu_2

অপু বিশ্বাস তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অর্থ-খ্যাতি দুটোই পেয়েছেন। তারপরও তার কাছে জানতে চাওয়া হয়, ‘টাকা নাকি খ্যাতি’ কোনটা চান? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘টাকা।

কয়েকজন তারকাকে নিয়েও মন্তব্য করতে বলা হয় অপু বিশ্বাসকে। যেখানে এই অভিনেত্রী শাকিব খানকে  ‘সৃষ্টিশীল ও ব্যবসায়ী’, মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’, আফরান নিশোকে ‘একটু দাম্ভিক’ বলে সম্বোধন করেন।

একই মামলায় অপু বিশ্বাস ও হিরো আলম আসামি 

এর আগে গত বছর এক সাক্ষাৎকারে পরকীয়া নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে অন্যের স্বামীর সাথে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে।’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন