বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

আনন্দময় হোক নতুন বছর

আহসান হাবিব
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

দেখতে দেখতে কেটে গেল একটি বছর। এভাবেই দিন আসে দিন যায়, বছর আসে বছর যায়। নতুন করে স্বপ্ন দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা বদলায়, আসে নতুন দিন নতুন বছর। বিদায় ২০২৩! স্বাগতম ২০২৪। অন্য বছরগুলোর মতোই ২০২৩ ছিল নানা কারণে আলোচনা, সমালোচনায়। বছরের সঙ্গে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন বিশ্বের বিখ্যাত অনেকেই। অনেক খ্যাতিমানকে হারিয়েছি এই বছরে। ২০২৩ সাল জন্ম দিয়েছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনারও।

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু ২০২৩ সালে ছিল বেশ আলোচিত বিষয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন (ডিসেম্বর পর্যন্ত) ৩ লাখ ২০ হাজার ১৫৮ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৯২ জনের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


জীবন মানেই মৃত্যুর পথে ধীরে ধীরে এগিয়ে চলা। মৃত্যু বরাবরই কষ্টদায়ক, অপ্রত্যাশিত। জন্মালে মরতে হবেই, এটাই চিরন্তন সত্য। এমনই একজন এ বছর আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বাংলা চলচ্চিত্রের মিয়াভাইখ্যাত নায়ক আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক)। প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী অভিনেতা ছিলেন তিনি।

আরও পড়ুন

আঁধার থেকে উঠে আসে হিরন্ময় হাতিয়ার
রাজনীতি, রাজনৈতিক দল ও জননীতি

গত অক্টোবর থেকে বছরের শেষ দিকটায় উত্তপ্ত ছিল রাজনীতির মাঠ। মাঠ দখলে রাখতে বছরের শুরু থেকেই নানা কার্যক্রমের মধ্যদিয়ে নিজেদের সরব উপস্থিতি জানান দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপিও সারা দেশে মিছিল, মিটিংসহ গণসমাবেশ করেছে। ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী ছিল উত্তেজনা। সেদিন ঢাকায় বিভাগীয় সমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে শুরু থেকেই চলছিল আওয়ামী লীগ ও বিএনপির যুক্তিতর্ক। সমাবেশের চারদিন আগেই বিএনপির নয়াপল্টন অফিসে সমাবেশের প্রস্তুতি নিয়েছিলেন দলটির নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে মতিঝিল, দৈনিক বাংলা, নয়াপল্টনসহ সারা ঢাকা শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবলসহ ২ জন নিহত হয়। গ্রেফতার করা হয় বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে। বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো একের পর এক হরতাল, অবরোধ কর্মসূচি দিয়ে রাজনীতির মাঠকে উত্তপ্ত করে রাখে।

রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২২-এর মতো ২০২৩ সালও ছিল একটি ঘটনাবহুল বছর। ব্যক্তি, জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা চ্যালেঞ্জ ও উত্থান-পতনের মধ্যদিয়ে এগিয়ে গেছে বছরটি। ২০২২-এ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ২০২৩ সালে গাজার হামাস ও ইসরায়েলের যুদ্ধ বিদায়ী বছরটিতে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত ঘটনা। যুক্তরাষ্ট্র ইসরাইলকে সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে। যুদ্ধে গাজার হাজার হাজার লোক নিহত হয়েছে। সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের শিকার নারী ও শিশুরা।


বিজ্ঞাপন


বছরের শেষ দিকে এসে বিএনপির নির্বাচন বর্জন এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ আরও কয়েকটি দলের নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচন ঘিরেই সারা বছর আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের ভিসানীতি, রাষ্ট্রদূত পিটার হাসের কর্মকাণ্ড এবং ইইউসহ পশ্চিমা বিশ্বের বাংলাদেশ নিয়ে নানা বিবৃতি ও তৎপরতা।

বিদায়ী বছরে দেশে প্রথমবারের মতো ‘সর্বজনীন পেনশন’ ব্যবস্থা চালু করা হয়েছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক এতে অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ বিবেচনায় ৫০ বছরের বেশি বয়সীরাও অন্তর্ভুক্ত হতে পারবেন।

২০২৩ সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে সব শ্রেণিতে করা হবে। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা ও মুখস্থনির্ভরতার পরিবর্তে অভিজ্ঞতানির্ভর পড়াশোনায় জোর দেওয়া হয়েছে। এতে বদলে গেছে চিরাচরিত পড়াশোনার পদ্ধতি। শিক্ষাক্রমে এমন বিশাল পরিবর্তন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা ছিল সারা দেশেই।

মেট্রোরেল চালু হয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করছে। যেটি ঢাকার যানজটে নাকাল অনেকের জন্য স্বস্তির বিষয়। পদ্মা সেতুতে শুরু হয়েছে ট্রেন চলাচল। কর্ণফুলী নদীতে আনোয়ারা উপজেলা পর্যন্ত চালু হয়েছে বঙ্গবন্ধু টানেল। ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চালু হওয়া নিয়ে সরকারের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদের সেলফি বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কের বরফ গলার লক্ষণ হিসাবে আলোচিত হয়। ভিসানীতি প্রয়োগের ঘোষণার আগে থেকেই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আলোচনায় চলে আসেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক গলানোর অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। যদিও পিটার হাস সবসময়ই বলেছেন, আমেরিকা বাংলাদেশের বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই।

আরও পড়ুন

গণমাধ্যম ও রাজনীতি
ঋণ খেলাপি ও টাকা পাচারকারীরা স্বস্তিতে, কোমরে দড়ি কৃষকের

পুরো বছরেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা ছিল সাধারণ মানুষ। কথায় কথায় হঠাৎ করেই দাম বাড়ানো হয়েছে আলু, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম ও শাক-সবজিসহ নানা পণ্যের। সাধারণ ভোক্তা ও ছোট ব্যবসায়ীরা আঙুল তোলেন সিন্ডিকেটের দিকে। কথিত এই সিন্ডিকেটকে সরকার যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেও অভিযোগ ছিল সাধারণ মানুষের। একপর্যায়ে ডিম, আলু ও পেঁয়াজের দাম সরকার নির্ধারণ করে দিলেও এতে তেমন কাজ হয়নি। বরং আলু, পেঁয়াজের সিন্ডিকেট সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের ইচ্ছেমতো দাম বাড়িয়েছে।

নতুন বছর মানেই নতুন চাওয়া, ভিন্ন স্বাদের বছর পাওয়া। সারা বিশ্বে কলরব নতুন বছরকে নিয়ে। কেমন কাটবে আমাদের এবারের নতুন বছর। এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল থাকে। নতুন বছরকে নিয়ে অনেকেই মজার মজার কবিতা ও ছড়া লেখেন। আবার কেউ কেউ লেখেন সুন্দর সুন্দর গল্পও। পুরাতন বছরের গ্লানিময় অতীতকে দূরে ফেলে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রস্তুত সকলেই। নতুন বছর সবার জীবনে আনন্দময় হয়ে উঠুক— এই প্রত্যাশা সবার।

লেখক: আহসান হাবিব, সাংবাদিক ও কলামিস্ট

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর