শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মিয়ানমারে উদ্ধার কাজে গেল ফায়ার সার্ভিসের ১০ সদস্যের দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে সহায়তার জন্য মিয়ানমারে গিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।

মঙ্গলবার (১ এপ্রিল) বিশেষ বিমানযোগে সকাল সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করেন তারা। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস জানিয়েছে, মিয়ানমারে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার  জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। মিয়ানমারে উদ্ধার কাজে যাওয়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সম্মিলিত সাহায্যকারী দলের সাথে ফায়ার সার্ভিসের ১০ সদস্যও রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের নেতৃত্বে ৩ জন অফিসার ও ৭ জন ফায়ারফাইটার এই উদ্ধারকারী টিমে রয়েছে। 

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে তুরস্কের ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী টিম পাঠানো হয়েছিল।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন