নওগাঁর পত্নীতলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসাইন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের আরও দুই বন্ধু।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নজিপুর-মাতাজিহাট আঞ্চলিক সড়কের সরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মোহাম্মদ হোসাইন (৩০) পোরশা উপজেলার শিশা বাজারের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে ঘোরাঘুরি জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হোসাইনের মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেলে থাকা আরও দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ