মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ড. ইউনূসের সঙ্গে থাইল্যান্ডের দুই মন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের দুই মন্ত্রী।

তারা হলেন- দেশটির সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তামন্ত্রী বরাভুত সিল্পা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্তমন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রাই।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩ মার্চ) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

এর আগে প্রধান উপদেষ্টা বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য দেন।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আজ ব্যাংককে যান। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub