শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কমলাপুরে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় রুহুল আমিন শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে কমলাপুরে বিআরটিসির ৬ নম্বর কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দাসাগর এলাকার মেহের আলী শেখের ছেলে। তিনি সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় থাকতেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ শাহীন জানান, ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহীন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub