বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১০:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার রুপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত কৃষকের নাম বখতিয়ার উদ্দনি (৬৬)। আজ সন্ধ্যার পর তার মরদেহ উদ্ধার করে ফুলপুর থানায় রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, কৃষক বখতিয়ার নিজ জমিতে সেচ পাম্পের মাধ্যমে পানি তুলতে যান। এ সময় অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা বখতিয়ারকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদী বলেন, পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইন অনুসারে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার চেষ্টা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন