শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মৃতদের স্মার্ট কার্ড গ্রহণে স্বজনদের অনীহা!

মো. মেহেদী হাসান হাসিব
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি স্মার্ট কার্ড নেওয়ার আগেই মারা গেছেন এমন ভোটারের সংখ্যা প্রায় পাঁচ লাখ। এসব কার্ড বিতরণের অপেক্ষায় রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব কার্ড নিতে মৃতের স্বজনদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে অল্পসংখ্যক কার্ড মৃতের স্বজনরা গ্রহণ করলেও বেশির ভাগ কার্ডই পড়ে আছে নির্বাচন কমিশনে।

কর্মকর্তারা জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চল মিলে এখন পর্যন্ত পাঁচ লাখ ২৩ হাজার ৩৩ জন মৃত ভোটারের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রিন্ট অবস্থায় রয়েছে, যার মধ‌্যে ২৮ হাজার  ৯৩৮ জন মৃত ভোটারের পরিবারের সদস‌্যরা এসে তা গ্রহণ করেছেন। বিতরণের অপেক্ষায় রয়েছে চার লাখ ৯৪ হাজার ৯৫ জন মৃত ভোটারের স্মার্ট কার্ড।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ভোটার তালিকায় ফাঁক-ফোকর রাখতে চায় না ইসি

মৃত ভোটারের স্মার্ট কার্ডের বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ঢাকা মেইলকে বলেন, স্মার্ট কার্ড হোক আর নরমাল কার্ড হোক, এ কার্ডগুলো কিন্তু ব‌্যবহারের জন‌্য নেওয়া হয়। কেউ তা গ্রহণ না করলে কিন্তু তাদের বাড়ি বাড়ি গিয়ে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব না। কারণ এটি একটি অসাধ‌্য কাজ। এজন‌্য আমরা সবাইকে সেন্টারে এসে নিয়ে যেতে বলেছি এবং মৃতদের ক্ষেত্রেও তার কার্ড নিতে হলে স্বজনদের সেন্টারে এসে নিয়ে যেতে হবে।

বাবার এনআইডি স্মার্ট কার্ড নিতে আসা আল-আমীন বলেন, আমার বাবা মারা গিয়েছেন ২০১৫ সালে। এরপর বাবার এনআইডির আর আমাদের তেমন কোনো প্রয়োজন হয়নি। তবে এখন পারিবরিক একটা কাজে বাবার এনআইডি প্রয়োজন, তাই নিতে এসেছি। এরপর আর কোনো দরকার হবেও কি-না তা আমার জানা নাই।

আরও পড়ুন

সবাইকে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান সিইসি

ইসি সূত্র জানায়, বরিশাল অঞ্চলে (ইসির প্রশাসনিক অঞ্চল) মৃত ভোটারের স্মার্ট কার্ড রয়েছে ৩৪ হাজার ৬১৩টি, যার মধ‌্যে বিতরণ করা হয়েছে মাত্র ২১টি। চট্টগ্রামে রয়েছে ২ হাজার ৯৭৬টি, যার মধ‌্যে বিতরণ হয়েছে মাত্র ৪৫টি। কুমিল্লা অঞ্চলে রয়েছে ৩৫ হাজার ২৮৬টি, যার মধ‌্যে বিতরণ করা হয়েছে ১ হাজার ৮৯৯টি। ঢাকা অঞ্চলে মৃত ভোটারে স্মার্ট কার্ড রয়েছে ৪৯ হাজার ৬৩৯টি, যার মধ‌্যে পরিবারের সদস‌্যরা নিয়েছেন মাত্র ৮৫টি। ফরিদপুরে এমন স্মার্ট কার্ডের সংখ‌্যা ১৬ হাজার ৫০৬টি। আর এর মধ‌্য থেকে বিতরণ করা হয়েছে ৪ হাজার ১৭২টি। খুলনা অঞ্চলে মৃত ভোটারের স্মার্ট কার্ডের সংখ‌্যা ১ লাখ ৩৭ হাজার ৩৯৮টি, এর মধ‌্য থেকে পরিবারের সদ‌স‌্যরা গ্রহণ করেছেন মাত্র ৪১টি। ময়মনসিংহ অঞ্চলে মৃত ভোটারের স্মার্ট কার্ডের সংখ্যা ৫১ হাজার ৬১০টি, যার মধ্যে বিতরণ করা হয়েছে ৪৪৫টি। রাজশাহীতে এমন স্মার্ট কার্ডের সংখ্যা ১ লাখ ৫ হাজার ১৪০টি, যার মধ্যে বিতরণ করা হয়েছে ৬৬টি। রংপুর অঞ্চলে মৃত ভোটারের স্মার্ট কার্ড রয়েছে ৮৯ হাজার ৮১৬টি, যার মধ্যে বিতরণ হয়েছে ২২ হাজার ১৩১টি। সিলেটে এমন ভোটারের স্মার্ট কার্ডের সংখ্যা ৪৯টি, যার মধ্যে পরিবারের সদস্যরা নিয়েছেন ৩৩টি।

এর আগে ইসির এক সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, মাঠ পর্যায়ে অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং করার জন্য এবং মৃত ব্যক্তিদের স্মার্ট কার্ড তার ওয়ারিশদের কাছে দেওয়ার নির্দেশনা নির্বাচন কমিশন থেকে পাওয়া গেছে। ওই নির্দেশনা এরই মধ্যে মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে। রি-বক্সিং করার জন্য যে বক্সের প্রয়োজন হবে, তার ব্যবস্থা আইডিয়া দ্বিতীয় পর্যায় প্রকল্পে পরিচালক গ্রহণ করবেন। রি-বক্সিংয়ের কাজে জনবলসহ অন্য যেসব সহযোগিতার প্রয়োজন হবে, সে বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের মতামত বা পরামর্শ নির্বাচন কমিশন সচিবালয়কে জানাবেন। দ্রুততম সময়ের মধ্যে রি-বক্সিংয়ের কাজ শেষ করতেও বলা হয়েছে।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন