শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজধানীর ফাঁকা সড়কে ‘সাই সাই’ করে ছুটছে যানবাহন, স্বস্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

এবার ঈদের দীর্ঘ ছুটিতে ধাপে ধাপে রাজধানী ছেড়েছে ঢাকাবাসী। ঈদ যত এগিয়েছে রাজধানীর পথঘাটে জনসমাগম ততটাই কমেছে। কোনো ট্রাফিক সিগনালে নেই যানজট ফলে সাই সাই করে যানবাহন ছুটছে। চিরচেনা জ্যাম না থাকায় স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন সবাই। এছাড়া ঢাকার আবহাওয়ায় তাপপ্রবাহ বৃদ্ধি ও বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস নেই।

সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর সব সড়কই বেশ ফাঁকা দেখা যায়।


বিজ্ঞাপন


রাজধানী ঘুরে দেখা যায়, বেলা ১১ টায় মিরপুর-১০, গুলিস্তান, শাহবাগ, মোহাম্মদপুর, উত্তরাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার রাস্তায় সেভাবে গাড়ির চাপ দেখা যায়নি। এসব রাস্তায় খুব কম ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন দেখা গেছে। ফলে এসব রাস্তা এখন ব্যাটারিচালিত রিকশার দখলে। ট্রাফিক পুলিশের সদস্যরা স্বাচ্ছন্দ্যেই পালন করছেন তাদের দায়িত্ব। পাশাপাশি রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে মোড়ে মোড়ে দেখা যায় পুলিশ ও সেনা সদস্যদের।

traffic1

ঈদের সকালে রাজধানীতে ভিড় না থাকলেও বিকেলে সবাই পরিবার-পরিজন নিয়ে বিকেলের দিকে বের হন। ফলে সকালের তুলনায় বিকেলে সড়কের যানবাহনের পরিমাণ কিছুটা বাড়তে পারে।

ঈদের দিনেও কাজ করছেন মিরপুর থেকে যমুনা ফিউচার পার্ক রুটের অছিম পরিবহনের বাস স্টাফ আব্দুল গফুর। তিনি বলেন, ঈদে বাড়িতে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তাই গাড়ি নিয়ে বের হয়েছি। রাস্তায় মানুষজন খুব কম। তবে ঢাকায় এমনি বসে থাকতে ভালো লাগে না।


বিজ্ঞাপন


এদিকে, ফাঁকা সড়কে বেশ স্বাছন্দ্যে গাড়ি চালানোর কথা জানালেন মিরপুর থেকে গুলিস্তান রুটের বিহঙ্গ পরিবহনের স্টাফ মানিক হোসেন। তিনি বলেন, আজ ঢাকার রাস্তায় গাড়ি চালিয়ে খুবই আরাম লাগছে। কোনো ঝামেলা নাই। রাস্তা ফাঁকা সাই সাই করে টানতে পারছি গাড়ি। মানুষ কম হলেও বেশি ট্রিপে ভাড়া কিছুটা বেশি হবে।

traffic3

গুলিস্তানের উদ্দেশ্যে বের হওয়া ব্যবসায়ী রফিক হোসেন বলেন, ঈদের নামাজ পড়ে গুলিস্তানে ব্যবসার কাজে যাচ্ছি। রাস্তা খুবই ফাঁকা তাই ভালো লাগল। আগে মিরপুর থেকে গুলিস্তানে আসতে দেড় ঘণ্টার বেশি সময় লাগত। আজ আধাঘণ্টার মধ্যে চলে আসলাম। এমন ঢাকা হলে খুবই ভালো হতো।

রাজধানীজুড়ে নিরাপত্তা বেষ্টনী

ঈদের দিন সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও সেনা সদস্যদের দেখা গেছে। একইসঙ্গে বিনোদনকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে চলেছেন তারা। এছাড়া ঈদ ঘিরে নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে চেকপোস্ট। বিশেষ করে গাবতলি, মহাখালী, সায়েদাবাদ ও শনিরআখড়া বাস টার্মিনালসহ শহরের প্রবেশ ও বাহিরমুখের সড়কগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, ঈদের ছুটি শেষে আগামী রোববার (৬ এপ্রিল) সব ধরনের সরকারি অফিস খুলবে।

এএসএল/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub