শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এবার ঈদে সুনির্দিষ্ট কোন থ্রেট নেই। তবে, সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ডিএমপি কমিশনার মনে করেন, পুরো রমজান মাসে ঢাকাবাসী ভালো ছিল। পেটি ক্রাইম বা ছোটখাটো ছিনতাই চুরির যে সকল অপরাধ ঘটে সেগুলো তারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন। রিপোর্টেট ক্রাইম খুব কম ছিল। আজকের শেষ দিনটিও সকলের ভালোভাবেই কাটবে।

তিনি বলেন, ঢাকাবাসীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। তাদের সাথে দায়িত্ব পালন করবেন এটিইউ, ডিবি, সিটিটিসি সবার সমন্বয়ে তারা দায়িত্ব পালন করবেন। এছাড়াও বোম্ব ডিসপোজাল টিম স্টিল থাকবে। সব মিলে তারা পুরো এলাকায় একটা নিরাপত্তা বলয় গড়ে তুলবে।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনারা জানেন বাংলাদেশ আর্মি ও আমাদের সহায়তা আছেন উনারাও থাকবেন। আমরা সবাই মিলে সমন্বিতভাবে ঢাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলছি। 

আওয়ামী লীগ বিভিন্ন অরাজকতা তৈরি করছে এবং ঈদে যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এজন্য পুলিশ কেমন সতর্ক রয়েছে জানতে চাইলে কমিশনার বলেন, শুধু আওয়ামী লীগ নয় আমরা যেসব নিষিদ্ধ ঘোষিত সংগঠন রয়েছে সেগুলো ব্যাপারেও সতর্ক আছি। তারা যাতে কোনো ধরনের একটিভিটিস পরিচালনা করতে না পারে। 


বিজ্ঞাপন


তিনি জানান, জাতীয় ঈদগাহের মূলগেট দিয়ে সকল মুসল্লিকে আর্চওয়ের তল্লাশির মধ্য দিয়ে ভেতরে ঢুকতে হবে। সেই পথ ধরে সকলকে ভেতরে প্রবেশের অনুরোধ করছি। নিরাপত্তার জন্য সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা ছাড়াও পুলিশের বিশেষ টিম আশপাশের এলাকায় সার্বক্ষণিক থাকবেন। নিরাপত্তার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পুলিশের সমন্বয় থাকবে।

তিনি আরও জানান, প্রতিবছর ন্যায় এবারও নারীদের জন্য পৃথক গেট এবং নামাজের ব্যবস্থা থাকবে। ওয়াচ টাওয়ারে থাকবে যার উপর থেকে মনিটরিং করা হবে। নিরাপত্তার দায়িত্বে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবে পুলিশ। ফায়ার ব্রিগেডের ফায়ার টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জরুরি মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। করুন ধরনের ব্যাগ, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করা হলো।

এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন