সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১০:১৩ এএম

শেয়ার করুন:

loading/img

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক নেতাদের অংশগ্রহণে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এনজেএফের সাধারণ সম্পাদক এস এম ফয়েজের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন, সমাজসেবক কবির আহমেদ ভূঁইয়া, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি নুর উদ্দিনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


মাহফিলে বিএনপির নেতারা নির্বাচনের দ্রুত আয়োজনের তাগিদ দেন এবং বলেন, নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা ও ফ্যাসিবাদিরা মাথাচাড়া দিয়ে উঠবে, যা জাতির জন্য বিপজ্জনক হতে পারে। বরকত উল্লাহ বুলু মন্তব্য করেন, ‘দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা এখন দ্রুত নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।’ 

তিনি আরও বলেন, ‘দেশে অপরাধ বেড়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীও অনিয়ন্ত্রিত, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বর্তমান সরকার ব্যর্থ হলে আইনশৃঙ্খলার অবনতি থেকে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং দেশের সকল খাতেই দুরবস্থা দেখা দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত একটি জবাবদিহি সরকারের প্রয়োজন।’

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ নোয়াখালীর উন্নয়ন নিয়ে তার বক্তব্যে বলেন, ‘আমরা সবাই একত্রে লড়াই করে নোয়াখালীকে দেশের শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তুলতে পারব। একইসাথে তিনি ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপি নেতাদের সংগ্রামের কথাও উল্লেখ করেন।’


বিজ্ঞাপন


অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা এনজেএফের উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এমন ধরনের আয়োজন একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করতে সহায়তা করবে। তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি নোয়াখালীর জনগণের জীবনমান ও ঐতিহ্যকে সারাদেশে তুলে ধরতে আরও সক্রিয় ভূমিকা নেবে।

অতিথিরা আরও মন্তব্য করেন, ‘এনজেএফ দেশের গণমাধ্যমে নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা নোয়াখালীর উন্নয়নে সহায়ক হবে।’

ইফতার পরবর্তী সময়টিতে উপস্থিত ব্যক্তিরা পরস্পরের কুশল বিনিময় করেন এবং নোয়াখালীর উন্নয়ন ও জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা এনজেএফের কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্যদের প্রয়োজনীয়তা এবং সংগঠনের পক্ষে সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর