সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

কেরানীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

loading/img

ঢাকার কেরানীগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শনিবার (১৫ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম আ. আজিজ (৫৭)। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মৃত মুজাফফর মোল্লার ছেলে।


বিজ্ঞাপন


রোববার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

এই কর্মকর্তা জানান, শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার একটি মামলায় আদালতে তার সাজা হয়। কিন্তু এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তিনি কেরানীগঞ্জ এলাকায় আত্মগোপন করে ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর