শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, দুর্নীতি রোধ ছাড়া গতি নেই: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img
দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

ভৌগোলিক কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে দুর্নীতিকে প্রধান প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া আমাদের কোনো গতি নেই।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত ‘বার্ষিক সম্মিলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


প্রধান উপদেষ্টা বলেন, বহুকাল আগে ১৯৮৭ সালে আমাকে একটা সম্মেলনে ডাকা হয়েছিল এখানে। তখন একটা প্রবন্ধ পাঠ করেছিলাম। এর শিরোনাম ছিল ‘গ্রোয়িং আপ উইথ জায়ান্টস’। আমি ব্যাখ্যা করেছিলাম, আমাদের বাংলাদেশের একটি সুবর্ণ সুযোগ, জাতি হিসেবে আমাদের যে অবস্থান, চমৎকার অবস্থান। 

ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের দুই পাশে দুই মহাশক্তি। ভারত আর চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে, আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদের ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরা উড়তে থাকব। সেই থেকে আমার বদ্ধমূল ধারণা, বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, এর অবস্থানের কারণে। 

দুর্নীতির প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। সততা বলতে কোনো জিনিস নেই। শৃঙ্খলা বলতে কোনো জিনিস নেই। দুর্নীতি কোথায় আছে কীভাবে আছে তা অজানা নয়। এ থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। দুর্নীতি থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না। সৎ জাতি হিসেবে প্রতিষ্ঠিত না করতে পারলে দুর্নীতি দূর হবে না।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দুর্নীতি থেকে দ্রুত বের হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই। আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি। জাতীয় সুযোগ নিয়ে আমরা মোটেও চিন্তিত না।


বিজ্ঞাপন


অধ্যাপক ইউনূস বলেন, আমাদের অপূর্ব সুযোগ, আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর। আমাদের উপকূল এক মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা এতদিন ব্যবহার করতে জানিনি। এখন যে মুহূর্তে এর ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে কেউ লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না।

আরও পড়ুন

‘সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার’

পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি মনে করেন, ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই চার দেশ লাভবান হবে। ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান।

অধ্যাপক ইউনূস বলেন, প্রাকৃতিক দিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এর পাশাপাশি আমাদের রয়েছে বিপুল জনগোষ্ঠী, যা দেশের জন্য বড় সম্পদ। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্ব জয় করতে পারে। তাই এই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে।

ড. ইউনূস উল্লেখ করেন, জুলাই আগস্ট মাসে আমাদের তরুণরা যা দেখিয়েছে, তা পৃথিবীর অন্য কোথাও দেখাতে পারেনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর