শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বছরের প্রথম মাসে ডেঙ্গুতে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬১ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। আর চলতি জানুয়ারি মাসের ৩১ দিনে মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা ১০ জনেই স্থির রয়েছে। আর সবমিলিয়ে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬১ জন। শুক্রবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন এবং চট্টগ্রাম বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি জানুয়ারির প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬১ জন। আর এই সময়ে মশাবাহিত রোগটিতে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। সবমিলিয়ে জানুয়ারির ৩১ দিনে ডেঙ্গুতে ডিএসসিসিতে ৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে বছরের প্রথম ৩১ দিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ডিএসসিসিতে ২৩৬ জন, ঢাকা বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ডিএনসিসিতে ১৮৫ জন, বরিশাল বিভাগে ১৮৪ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub