মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বইমেলায় জামীলের ‘সোনালি কবিতার দেশে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মিযানুর রহমান জামীলের কাব্যগ্রন্থ ‘সোনালি কবিতার দেশে’। বইটি সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বইমেলার ৩১৮নং স্টলে পাওয়া যাবে। বইটি প্রকাশ করছে জালাল খান ইউসুফীর কাব্যকথা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আসাদ আল মাহমুদ। ফ্ল্যাপ লিখেছেন ওমর ফারুক মজুমদার।

কাব্যগ্রন্থটি সম্পর্কে প্রকাশক বলেন, পাঁচ ফর্মার বইয়ে লেখক জীবন জগতের বৈচিত্র্যময় নানা দিক তুলে ধরেছেন। বিশেষ করে কবিতার লয়-তালে সফলতা ও ব্যর্থতার গল্পকে তুলে ধরেছেন নিখুঁত শব্দচয়নে। পাতায় পাতায় ছড়িয়েছেন ইসলাম, দেশ-জাতি ও মানব কল্যাণের খুশবু। কখনো কান্না কখনও হাসি, কখনো ভালোবাসার ফুল হয়ে বৃত্তে বৃত্তে নিজেকে তুলে ধরেছেন।


বিজ্ঞাপন


বইটির নামকরণের বিষয়ে লেখক জানান, ২০০৭ সালের কোনো এক ফাগুনে রাজনৈতিক সফরে নোয়াখালী আসেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সার্কিট হাউসে তার সামনে 'সোনালি কবিতা' নামের একটা কবিতা আবৃত্তির পর তিনি কবিকে যথেষ্ট উৎসাহ দিয়ে বলেন, একুশে বইমেলায় হুজুরদের এ ধরনের কবিতা বইয়ের আদলে প্রকাশ করা দরকার। সাবেক রাষ্ট্রপতির কথাটি কবির ভালো লেগে যায়। দীর্ঘ ১৭ বছর পর সেই প্রেরণা থেকে তিনি তার বইয়ের নামকরণ করেছেন 'সোনালি কবিতার দেশে।'

আরও পড়ুন

বইমেলায় জহির উদ্দিন বাবরের ‘লেখালেখির প্রথম পাঠ’

ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো ৮০ গ্রাম কাগজে ছাপা মজবুত বাঁধাই করা ‘সোনালি কবিতার দেশে’ মিযানুর রহমান জামীলের তৃতীয় কাব্যগ্রন্থ। এর আগে ২০১১ সালে 'এ্যাকশন' এবং ২০২৩ সালে 'শিউলি ফোটার দিনে' নামে লেখকের দুটি ছড়া কবিতার বই প্রকাশ হয়। তার লিখিত বইয়ের সংখ্যা মোট ২৮টি।

বইটিতে স্থান পেয়েছে ষাটের বেশি ছড়া-কবিতা। এর মধ্যে জীবন গঠন, দেশ-ভাষা, বাবা-মা, বন্ধু-সাথী, ঈমান-আমল, আবেগ-অনুভূতি ও বিরহ-বেদনা বিশেষভাবে উল্লেখযোগ্য।


বিজ্ঞাপন


লেখক বর্তমানে ঢাকার মাদরাসা দারুর রাশাদের শিক্ষক এবং মাসিক আর রাশাদের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub