রাজধানীর কমলাপুরে প্রকাশ্য দিবালোকে আপন দেবরের হাতে ভাবী হত্যা মামলায় সেই দেবরকে গ্রেফতার করেছে র্যাব ও যৌথ বাহিনী। গ্রেফতারকৃতের নাম মাসুদ হাওলাদার।
সোমবার (৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
এর আগে, গত ৬ এপ্রিল সকালে রাজধানীর কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবী আয়শা খানম মনি (৪৫) এর মৃত্যু হয়। তিনি ২ সন্তানের জননী।
নিহতের দেবর আবু জাফর বলেন, তার বড় ভাই, ভাবী আয়শা খানম মনি ও তাদের দুই সন্তান থাকেন পাশের একটি বাড়িতে। ঘটনার দিন সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়শা। এসময় বাড়ির সামনেই মেজ দেবর মাসুদ হাওলাদার (৪৭) তাকে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।
নিহতের স্বজনরা দাবি করেন, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এর আগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবী আয়শা খানমের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। তবে মাসুদের স্ত্রীর সঙ্গে কারো কোনো কথা কাটাকাটি বা ঝগড়া হলে তাকেই টার্গেট করত মাসুদ।
নিহতের স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন।
বিজ্ঞাপন
এমআইকে/এমএইচটি

