মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

loading/img
রোববার আবদুল মতিনকে গ্রেফতার করে পুলিশ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুল মতিনকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সরকারি ইস্পাহানি কলেজের শিক্ষার্থী রিয়াজ হোসেন হত্যা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।


বিজ্ঞাপন


এর আগে মতিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক মো. ইলিয়াস হোসেন।

গত রোববার রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়ি থেকে মতিনকে আটক করে পুলিশ। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকও ছিলেন।

আরও পড়ুন

সাবেক এমপি শম্ভু ছয় দিনের রিমান্ডে

হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় বৈষম্যবিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ইস্পাহানি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন (২১)। ওই সময় আসামিদের ছোড়া গুলি তার মাথার পেছনে লাগে। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের চাচা রমজান আলী শওকত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub