শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাশিয়ার হয়ে যুদ্ধে নামল উত্তর কোরিয়ার আরও ৩ হাজার সৈন্য!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১০:০৩ এএম

শেয়ার করুন:

loading/img

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ময়দানে এবার আরও ৩ হাজার উত্তর কোরীয় সৈন্য যোগ দিয়েছে, এমন দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ফলে, রাশিয়ার হয়ে লড়াই করতে উত্তর কোরিয়া থেকে এখন পর্যন্ত ১১ হাজার সৈন্য যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছে এবং শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই অবস্থায় রাশিয়ার পাশে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া, যা চলতি বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ৩ হাজার নতুন সেনা পাঠিয়েছে।


বিজ্ঞাপন


এখন পর্যন্ত, উত্তর কোরিয়া রাশিয়ায় মোট ১১ হাজার সৈন্য পাঠিয়েছে, এর মধ্যে প্রায় ৪ হাজার সেনা যুদ্ধের ময়দানে নিহত বা আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, যুদ্ধের সমাপ্তি ও ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স যৌথ সামরিক প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করছে। প্যারিসে এক শীর্ষ বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েই এই উদ্যোগ।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন