মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদের ছুটিতেও খোলা থাকবে বিএমইউ’র জরুরি ও বহির্বিভাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। একইসঙ্গে ছুটির মধ্যেও রোগীদের সুবিধার্থে আগামী ২৯ মার্চ ও ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ খোলা রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।

এছাড়াও ঈদের দিনে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করারও নির্দেশনা দিয়েছেন উপাচার্য শাহিনুল আলম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০, ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবে কদর উপলক্ষ্যে ২৮ মার্চ শুক্রবার এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ৪ এপ্রিল শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ২৯ মার্চ শনিবার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত। এবং এদিনেই (৫ এপ্রিল) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা থাকবে।


বিজ্ঞাপন


এসএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর