বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলে অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। রোববার সকালে তাকে অসুস্থ অবস্থায় তড়িঘড়ি করে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে এখন বাসায় গেছেন বলে জানিয়েছেন রহমানের ছেলে।
বিজ্ঞাপন
ভারতীয় সংগীত পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দুশ্চিতায় পড়েন তার অনুরাগীরা। কেউ পূজো দিচ্ছে, কেউ নামাজ পড়ে সুস্থতা কামনায় দোয়া করছেন।
এদিকে প্রাক্তন স্বামীর অসুস্থতার খবরে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় সায়রা বানু অনুরোধ করেছেন, ‘দয়া করে আমাকে কেউ এ আর রহমানের প্রাক্তান স্ত্রী বলবেন না। আমাদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। ’
বিজ্ঞাপন
ওই অভিওতে শোনা গেছে, এই সময় তিনি রহমানকে কোনো রকমের চাপ দিতে চান না। পরিবারের সকলকে অনুরোধ করেছেন তাকে (রহমান)যাতে কোনো দুশ্চিন্তা না দেওয়া হয়।’
তার কথায়, ‘আমি ওর দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লহর রহমতে এখন ভালো আছেন। চিন্তার কোনো কারণ নেই। আমি সকলকে বলতে চাই আমি ওর ‘প্রাক্তন স্ত্রী’ নই। আমাদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি।’
এ আর রহমানের ২০০০ কোটির সম্পত্তি, কতটা পাবেন সায়রা বানু?
তিনি যোগ করেন, আমরা গত দুই বছর ধরে আলদা থাকছি। আমার স্বাস্থ্যের কারণে। আমার শরীর ভাল নেই। আমি চাই না এর প্রভাব ওর ওপর পড়ুক। কোনো ধরণের বাড়তি চিন্তা চাপুক ওর মাথায়। তাই দয়া করে আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না। আমি পরিবারের সকলকে অনুরোধ করব এই সময় ওর যত্ন নিতে, যতটা সম্ভব চাপ মুক্ত রাখুন।’