বলিউড অভিনেতা-অভিনেত্রীদের নাড়ির খবর রাখেন এমন ব্যক্তি হাতে গোনা কয়েকজন। তার মধ্যে অন্যতম ওরি ওরফে ওরহান আবত্রমানি। তার জীবনযাপন নিয়ে উৎসাহের অন্ত নেই নেটিজেনদের। এবার মধ্যপানের অভিযোগে উঠেছে তার বিরুদ্ধে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৈষ্ণোদেবী মন্দিরের কাছে কাটরার একটি হোটেলে রাতভর মদ্যপান করেন ওরি-সহ তার ৭ বন্ধু। তাদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগে এফআইআর দায়ের করেছে জম্মু-কাশ্মীরের রাজ্য পুলিশ।
ভারতীয় আইন অনুসারে, কাটরায় মদ বিক্রি, মদ রাখা এবং মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করে রাতভর কাটরার একটি বিলাসবহুল হোটেলে মদ্যপান করেন তারা।
বিজ্ঞাপন
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইন লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। সোমবার কাটরা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি ওরি।
রিয়াসি পুলিশ কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘যে আইন লঙ্ঘন করবে, বিশেষ করে ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কার্যকলাপে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অলকা ইয়াগনিকের ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন!
ঘটনার সূত্রপাত, গত ১৫ মার্চ ওরির একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। যেখানে একটি হোটেলে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাকে। ওই ভিডিও পুলিশের হাতে পৌছালে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে রাজ্য প্রশাসন।
ইএইচ/