বিচ্ছেদের সঙ্গে সম্পর্ক রয়েছে অর্থকড়ির। প্রক্তন স্বামীর সম্পত্তির কতভাগ এলো স্ত্রীর ঝুলিতে এ নিয়ে কৌতূহল থাকে সবার। বিচ্ছেদের খবর ছড়াতেই এ আর রহমান ও সায়রা বানুর ক্ষেত্রে এরকম প্রশ্ন উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ আর রহমানের মোট সম্পত্তির পরিমাণ ২০০০ কোটি রুপি। সেখান থেকে কতটা পাবেন সায়রা জানতে আগ্রহী অনেকে। বিষয়টি মুখ খুলেছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ।
বন্দনা স্পষ্ট করেছন যে আর্থিক লেনদেন নিয়ে এখনও কোনো কথা হয়নি। কারণ আপাতত এই ডিভোর্স মিউচুয়াল। বিয়ে ভাঙলেও, এখনও বন্ধুত্বের সম্পর্ক অটুট।
গত মঙ্গলবার সায়রা বানু নিজের আইনজীবী বন্দনা শাহর মাধ্যমে এক বিবৃতি দেন। তাতে বলা হয়, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। মানসিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি গভীর ভালবাসা সত্ত্বেও, নিজেদের মধ্যে তৈরিকৃত ব্যবধান দূরত্ব ঘোচাতে পারছিলেন না তারা। সম্ভব নয় বলেও মনে করছেন।
আরও বলা হয়, “মিসেস সায়রা জোর দিয়ে বলেছেন, ব্যথা এবং যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই চ্যালেঞ্জিং সময়ে তিনি তার জীবনের এই কঠিন অধ্যায়টি পার করার সময় সবার কাছ থেকে গোপনীয়তা এবং তাদের ব্যাপারটি বোঝার অনুরোধ করেছেন।”
এরপর এ আর রহমান বলেন, “আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর কথা ভেবেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অজানা সমাপ্তি আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্নভিন্ন হয়েও অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলি আর আগের মতো হবে না। আমাদের বন্ধুদের বলি, যখন আমরা এই হৃদয়বিদারক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন বলে আপনাদের ধন্যবাদ।”