রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠিত করা, শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে গঠিত হয় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যালামনাই এসোসিয়েশন। এবার সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সংগঠনটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ়করণ, পেশাগত উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। চিকিৎসা সহায়তা, কর্মসংস্থান সহযোগিতা, ইফতার মাহফিল, বনভোজন এবং পুনর্মিলনী আয়োজন এই কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম।
বিজ্ঞাপন
এই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরের ২৪ জানুয়ারি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে এলামনাই এসোসিয়েশনটি প্রতিষ্ঠা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিরা।
সেদিন তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়সীমার মধ্যেই সংগঠনের সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করে আজ ৩ এপ্রিল পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। কমিটির সকল তথ্য সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মো. আসাদুল্লাহ গালিব। সকলের আশাবাদ, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কর্মমুখী হয়ে উঠবে।
বিজ্ঞাপন
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই নবগঠিত কমিটির সদস্যদের পূর্ণ পরিচিতি ও ছবি সংবলিত একটি স্মরণিকা প্রকাশ করা হবে। এটি শুধু একটি সংগঠনের সূচনা নয়, বরং প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত, সামাজিক ও মানবিক কল্যাণে অবদান রাখার লক্ষ্যে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।