মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কোনো ম্যাচ না খেলেই আইপিএল থেকে ছিটকে গেলেন ফিলিপ্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০২:১০ পিএম

শেয়ার করুন:

কোনো ম্যাচ না খেলেই আইপিএল থেকে ছিটকে গেলেন ফিলিপ্স

আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সের হয়ে এক বলও না খেলেই আসর থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস। ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোট পেয়ে মাঠ ছাড়েন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। এরপর দেশে ফিরে গেছেন তিনি। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।

ফিলিপসের জায়গায় এখনো কোনো বিকল্প বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট। দলটি এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চারটিতে জিতে শীর্ষে রয়েছে।


বিজ্ঞাপন


চলতি মৌসুমে গুজরাটের একাদশে সুযোগ না পেলেও ওই ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামানো হয় ফিলিপসকে। তবে মাত্র একটি বল ফিল্ডিং করেই চোটে পড়েন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণার করা ওভারের চতুর্থ বলে ইশান কিশান ও নিথিশ কুমার রেড্ডির দৌড়ে রান নেওয়া ঠেকাতে থ্রো করেন উইকেটকিপারের প্রান্তে। 

সেই সময়েই হঠাৎই বাঁ হাতে নিজের কোমরের নিচে চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন ফিলিপস। মাঠেই বোঝা যায়, কুঁচকিতে টান লেগেছে তার। তাকে তাৎক্ষণিকভাবে মাঠ থেকে তুলে নিয়ে যান সতীর্থরা।

এর আগে ৩ এপ্রিল ব্যক্তিগত জরুরি কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান গুজরাটের আরেক তারকা পেসার কাগিসো রাবাদা। তার বিষয়েও এখনো কোনো স্পষ্টতা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত তার বদলি খেলোয়াড়ের নামও জানানো হয়নি।

প্রথম থেকেই গুজরাট টাইটান্স তাদের স্কোয়াডে মাত্র সাতজন বিদেশি খেলোয়াড় নিয়েছিল। রাবাদা ও ফিলিপস ছিটকে যাওয়ায় বর্তমানে তারা আছেন পাঁচজন বিদেশি ক্রিকেটার নিয়ে। তাদের মধ্যে জস বাটলার, রাশিদ খান ও শারফানে রাদারফোর্ড নিয়মিত খেলছেন। এছাড়া রয়েছেন আফগান অলরাউন্ডার করিম জানাত ও দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোতজে, যিনি ইনজুরি কাটিয়ে দলে ফেরার প্রস্তুতিতে আছেন।


বিজ্ঞাপন


ফিলিপসের বিদায়ে দলে বিদেশি ক্রিকেটারদের ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে। ব্যস্ত সূচির এই টুর্নামেন্টে এখন দল গোছাতে নতুন করে ভাবতে হতে পারে গুজরাট ম্যানেজমেন্টকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর