বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

প্রবৃদ্ধির হার কমবে, ঊর্ধ্বমুখী থাকবে মূল্যস্ফীতি: বিশ্বব্যাংক

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কমবে এবং মূল্যস্ফীতির সূচক ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার রাতে বিশ্বব্যাংক প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শীর্ষক ষাণ্মাসিক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এ তথ্য দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বিশ্বব্যাংক বলছে, এই অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ। সেই সঙ্গে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে আনুমানিক ৬ শতাংশ।

যদিও ২০২৩-২৪ অর্থবছরে সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ৫০ শতাংশ। পূর্ববর্তী ২০২২-২৩ অর্থবছরেও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা একই থাকলেও সাময়িক হিসাবে তা হয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ।

আরও পড়ুন

বাংলাদেশের ভূয়সী প্রশংসায় বিশ্বব্যাংক
বাংলাদেশের উন্নয়ন অনেক দেশের জন্য অনুপ্রেরণা: বিশ্বব্যাংক
পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের ‘বিশাল অর্জন’: বিশ্বব্যাংক
জ্বালানি সংকটে চাপে পড়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংক
শিক্ষা খাতে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

তবে আগামী ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার কিছুটা বাড়বে এবং তা ৫ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

এদিকে চলতি অর্থবছরে মূল্যস্ফীতির সূচক ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এতে বলা হয়, মূলত ব্যক্তিমানুষের ভোগব্যয়ের কারণে মূল্যস্ফীতির হার বাড়তি থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিদেশি মুদ্রার রিজার্ভ নিম্নমুখী থাকায় আমদানি নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং সে কারণে বেসরকারি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাদেশের রফতানি নিয়ে বিশ্বব্যাংক বলছে, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রফতানি পণ্যের প্রত্যাশিত প্রবৃদ্ধি হচ্ছে না এবং বিষয়টি প্রবৃদ্ধির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub