রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১১:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে পরিতোষ পাল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকার বাইখির-বনচাকী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

বোয়ালমারী রেলস্টেশনের বুকিং অফিসার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা পরিতোষ পাল দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগেছেন। তিনি মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করতেন। বুধবার বেলা আড়াইটার দিকে রেললাইন পার হওয়ার সময় রাজবাড়ী-ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। 

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরবর্তীতে রাজবাড়ী থেকে আসা রেলওয়ে পুলিশ লাশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন