জেলার কালকিনিতে একটি অবৈধ স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত সোমবার ওই স্থাপনার কাজ বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার (৩০ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার কালকিনি-ভূরঘাটা সড়কের মর্ডাণ হাসপাতালের পাশে গুরুত্বপূর্ণ খাল দখল করে ওই এলাকার স্থানীয় প্রভাবশালী বাবুল চৌকিদার একটি দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশন ভূমি (এ্যাসিল্যান্ড) মো. কায়েসুর রহমান অভিযান চালিয়ে ওই অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দেন। এদিকে খালের নাব্যতা ফিরিয়ে আনার লক্ষে খাল দখল করা সব স্থাপনা ভেঙে দেওয়ার দাবি জানান স্থানীয় কৃষকেরা।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েমুর রহমান বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে তোলা দোকান ভেঙে দেওয়া হয়েছে। খালের ওপর অবৈধভাবে নির্মিত সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।
প্রতিনিধি/এসএস