ব্যারিস্টার সুমন বলেছেন, ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে ফুটবলকে উপরে তোলা কোনভাবেই সম্ভব নয়। গত ২২ বছরে ফুটবল ৭৭ ধাপ নিচে নেমে গেছে, কিন্তু নেতৃত্বের কোনো পরিবর্তন হয়নি।
শুক্রবার (১৯ মে) বিকেলে জামালপুরের ইসলামপুর গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মিনার উদ্দিন তালুকদার একাডেমির আয়োজনে এক প্রীতি ম্যাচে অংশ নিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার সুমন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত ২০-৩০ বছর ধরে চুরির একটা সাম্রাজ্য গড়ে তুলেছে এই ফেডারেশন। যতদিন পর্যন্ত ফুটবলে এই নেতৃত্ব থাকবে ততদিন পর্যন্ত ফুটবল উপরে উঠবে না। তাই এই নেতৃত্ব ভেঙে দিতে হবে।
তিনি আরও বলেন, ফুটবলের গণজাগরণ হওয়ার আগ পর্যন্ত বাড়ি ফিরব না। যদি লাশটা পড়ে বাইরেই পড়বে। বাড়িতে লাশ দাফন হবে। তারপরও ফুলবলটাকে বাচিঁয়ে রাখতে হবে।
এখনও কতটা জনপ্রিয় খেলা ফুটবল তার প্রমাণ আজকের ইসলামপুরের এই মাঠ। হাজার হাজার দর্শক এসেছে খেলা দেখতে। দেখে মনে হচ্ছে কোনো জাতীয় দলের খেলা। তাই এই খেলাকে বাচিয়ে রাখতে হলে ফেডারেশনের এই নেতৃত্ব ভেঙে দিতে হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
খেলায় মরহুম মিনার উদ্দিন তালুকদার একাডেমির কাছে ২-১ গোলে হেরে যায় ব্যারিস্টার সুমন একাডেমি।
পরে ইসলামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নিজস্ব তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন ব্যারিস্টার সুমন।
প্রতিনিধি/এসএস