বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২২, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

বরিশালের বানারীপাড়া উপজেলায় থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) চাপায় আব্দুল খালেক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে বানারীপাড়ার টিঅ্যান্ডটি মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল খালেক পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন, এসময় বরিশাল থেকে স্বরুপকাঠির উদ্দেশে যাত্রী নিয়ে যাওয়া একটি থ্রি-হুইলার তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে চালক থ্রি-হুইলারটি ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক থ্রি-হুইলারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। পরে বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub