বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বান্দরবানে জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়ের যুবক-যুবতীরা

জেলা প্রতিনিধি, বান্দরবান 
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বান্দরবানে বর্ষবরণ মাহা সাংগ্রাইং পোয়ে. এর জলকেলি উৎসবে মেতেছে  বান্দরবানের মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।

jolkali_1


বিজ্ঞাপন


মঙ্গলবার ( ১৫ এপ্রিল) বিকেলে  সাড়ে ৪ টায়  বান্দরবান সদর উপজেলার কুহালং হেডম্যান পাড়ার সাঙ্গু নদীর তীরে  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মাহা : সাংগ্রাইং পোয়ে : উৎসব উদ্‌যাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘আঁধারের পাহাড় আলোকিত হয়ে উঠুক শিক্ষার আলোর গুনে, উৎসব হয়ে উঠুক সকলের কল্যাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুরোনো বছরের সকল দুঃখ, কষ্ট ও গ্লানি মুছে দিতে একে অপরের উপর মৈত্রী ময় পানি বর্ষণে অংশ গ্রহণ করেন।

jolkali_2

এটি এখন শুধু মারমাদেরই না এই উৎসব এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পুরো শহরজুড়ে চলছে পানি খেলা। শিশু থেকে তরুণ-তরুণী এমনকি বয়স্করাও একে অপরের গায়ে পানি ঢেলে নতুন বছরকে বরণ করে নিচ্ছে। আনন্দ উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্র্যে বর্ণিল হয়ে উঠেছে  জেলা বান্দরবান। সাংস্কৃতিক অনুষ্ঠান আর দল বেঁধে পানি খেলা প্রতিযোগিতায় নেচে গেয়ে আনন্দ উৎসবে নানা রং এর পোশাক পরে সাংগ্রাইং উৎসব পালন করে মারমা সম্প্রদায়।


বিজ্ঞাপন


jolkali_3

এছাড়াও জলকেলি, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। তৈলাক্ত বাঁশের  আরোহণ, নৌকা বাইচসহ নানা ইভেন্টে অংশ নেয় অনেকেই।

কুহালং হেডম্যান পাড়ার বাসিন্দা ও মৈত্রী পানি বর্ষণ খেলায় অংশগ্রহণ কারী মাম্যাচিং মারমা ও ক্রইনু মারমা বলেন সাংগ্রাইং হচ্ছে মারমাদের সর্ববৃহৎ সামাজিক উৎসব। এই সামাজিক উৎসবে নৌকা বাইচ,মৈত্রী পানি বর্ষণসহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠানে ছোট-বড়  সবাই অংশনিয়ে থাকেন।  নিজেরাও খুবই উচ্ছ্বসিত বলে জানান তারা। 

jolkali_4

 হ্লাচিংয়ই মারমা ও  মংচ থুই মারমা বলেন এই হেডম্যান পাড়ায় প্রতিবছর সাংগ্রাইং উদ্‌যাপন হলেও  কোনোদিন মৈত্রী পানি বর্ষণ খেলা হয়নি এবারই প্রথম হচ্ছে, প্রতিবছর অপেক্ষায় থাকি কখন  সাংগ্রাইং আসবে!  কারণ বছরে একবারই সাংগ্রাইং উৎসব হয় যেখানে নারী-পুরুষ, ছোট-বড় সবাই  আনন্দ উৎসবে শামিল হয়  বলে জানান তারা। পানি খেলার মাধ্যমে যুবক যুবতীরা একে অপরকে পছন্দ করে পরিবারকে জানাই উভয়ের সম্মতি হলে বিবাহের বন্ধনে আবদ্ধ হন বলে জানান তারা। 

jolkali_5

সাংগ্রাইং উদ্‌যাপন কমিটির সভাপতি নু মং প্রু মারমা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এবং ৩০বছরের মধ্যে প্রথম বারের মতো  সাংগ্রাইং উৎসবে মৈত্রী পানি বর্ষণ (জল খেলি)রি লং বোই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বিগত বছরের দুঃখ গ্লানি মুছে গিয়ে নতুন বছরে নব উদ্যােমে সামনে এগিয়ে যেতে সাংগ্রাইং অনুপ্রেরণা যোগায় বলে জানান তিনি। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং,  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যামানু মারমা, সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত  উপ-পরিচালক ডা. পু চ নু প্রমুখ। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন