সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক

কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে অস্ত্র-গুলিসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে বৈরাগীরচর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে এসআই  ইসরাফিল হোসেন জানান, মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্র সহ তার বসতবাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলাম জাহিদ কে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে অস্ত্র গুলি উদ্ধার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে। অস্ত্র আইনে আরেকটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর