বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল চালক-হেলপারের

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

সিলেটের মোগলাবাজারে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) রাতে মোগলাবাজার থানা এলাকার পারাইরচকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক শাহীন মিয়া (৫০) ও হেলপার কামাল মিয়া (৪৫)।


বিজ্ঞাপন


জানা যায়, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটিকে বিকল অবস্থায় সড়কের একপাশে দাঁড় করানো হয়েছিল।

ট্রাকের চালক ও হেলপার মিলে বিকল ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজনের মৃত্যু হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকও। তবে চালক পালিয়ে গেছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর