বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় বজ্রপাতে কৃষক নিহত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে  নিজাম উদ্দিন (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় রানু মিয়া (৪৫)  ও  কবীর হোসেন (৪৫) নামে আরও দুই কৃষক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রসুলপুর  গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

নিহত নিজাম উদ্দিন উপজেলার  রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে। আহতরা হলেন, একই উপজেলার রসুলপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে রানু মিয়া  ও কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবীর মিয়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  আকাশে মেঘ দেখে বিকালে বাড়ির সামনে শুকাতে দেওয়া খড় জমা করছিলেন নিজাম উদ্দিন।  এসময় হঠাৎ বজ্রপাত এসে পড়ে তার শরীরে। এতে ঘটনাস্থলে নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় পাশে থাকা রানু মিয়া গুরুতর আহত হন। পরে রানু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে একই উপজেলার ছায়ার হাওরে  বজ্রপাতের ঘটনায় কবীর মিয়া নামে আরেক কৃষক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর