বগুড়ার সোনাতলায় ৬ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারদের মধ্যে একজন কিশোরও আছেন।
বিজ্ঞাপন
এর আগে, মঙ্গলবার ( ২৮ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কুরপুর বাজারে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, লালমনিরহাট জেলার কুলাঘাট গ্রামের মকবুল হোসেনের ছেলে রুবেল হোসেন (২০) ও একই গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোর।
বিষয়গুলো নিশ্চিত করেছেন সোনাতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান।
পুলিশের এ কর্মকর্তা জানান, মঙ্গলবার (২৮ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কুরপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রীর কাছে থাকা দুটি বস্তায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার দু’জন লালমনিরহাট জেলা থেকে গাঁজা নিয়ে বগুড়ার শাজাহানপুরে বিক্রির উদ্দেশ্য যাচ্ছিলেন।
বিজ্ঞাপন
ওসি সৈকত হাসান আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
প্রতিনিধি/ এজে