সিলেট মহানগরীর নয়টি পয়েন্টে ‘শান্তি সমাবেশ’ করছে আওয়ামী লীগ। শনিবার (৪ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষণা অনুযায়ী পদযাত্রা কর্মসূচী ছিল বিএনপির। সেই কর্মসূচির দিনই মহানগরীর নয়টি পয়েন্টে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল।
আওয়ামী লীগ নেতারা জানান, বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করা হবে।
বিজ্ঞাপন
শনিবার বিকাল ৩টা থেকে শান্তি সমাবেশ শুরু হয়েছে। নগরীর ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ মিলিয়ে রিকাবিবাজার পয়েন্টে, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মিলিয়ে আম্বরখানা গোল্ডেন টাওয়ারের সামনে, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মিলিয়ে মদিনা মার্কেট পয়েন্টে, ১০, ১১ ও ১২নং ওয়ার্ড মিলিয়ে মেডিকেলের ২নং গেইটের পাশে, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড মিলিয়ে লালদিঘীরপাড়ে, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ কুমারপাড়া পয়েন্টে, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড মিলিয়ে উপশহরে, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ড মিলিয়ে নির্বাচন অফিস সংলগ্ন এলাকায় এবং ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কদমতলি পয়েন্টে শান্তি সমাবেশ করবে।
এসব সমাবেশে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রতিনিধি/একেবি