রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রলির চালক নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

কুমিল্লার তিতাসে বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রলিচালক পারভেজ হোসেন (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আক্তার হোসেন (৪০) নামে আরও একজন। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় গৌরিপুর-হোমনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস।


বিজ্ঞাপন


নিহত পারভেজ হোসেন দড়িকান্দি গ্রামের আমির হোসেনের ছেলে ও আহত আক্তার হোসেন একই গ্রামের মৃত নান্ডু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা হোমনামুখী একটি কাভার্ডভ্যান তিতাস উপজেলার দড়িকান্দি পাওয়ার হাউজ এর সামনে বালু ভর্তি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলির চালক পারভেজ হোসেন ছিটকে মাটিতে পড়ে যায়। এসময় ট্রলিতে থাকা হেলপার আক্তার হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ হোসেনকে মৃত ঘোষণা করলে ও আহত আক্তার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়৷

ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ট্রলির চালক পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন