বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

পটকা মাছ খেয়ে জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় পটকা মাছ খেয়ে রবি বিশ্বাস নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। 

রবি বিশ্বাস বানারীপাড়ার কদমবাড়ী গ্রামের মৃত নিতাই বিশ্বাসের ছেলে।


বিজ্ঞাপন


মৃতের ভাই মনি বিশ্বাস বলেন, প্রতিদিনের মতো সোমবার নদীতে মাছ ধরতে যায় রবি। এসময় রবি নৌকায় বসে পোটকা মাছ দিয়ে ভাত খায়। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রবিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন জানান, মাছ ধরতে গিয়ে পোটকা মাছ দিয়ে ভাত খেয়ে জেলের মৃত্যুর বিষয়টি আমাকে স্থানীয় চেয়ারম্যান অবহিত করেছেন। জেলে রবি ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে সরাসরি বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবির লাশ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি আমাকে অন্য জেলেরা জানায়। জেলে রবি অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন সাথে সাথে বরিশাল মেডিকেলে নিয়ে যায়। পরে আমি বিষয়টি থানা পুলিশকে জানাই। 

এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub