রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারে তিনদিনের বিজয় মেলা ও লোকজ উৎসব শুরু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img

মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রত্যন্ত গ্রাম বালিগাঁওে শুরু হলো তিনদিনের বিজয় মেলা ও লোকজ উৎসব। মেলার আয়োজক শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধের বিভিন্ন উপকরণ নিয়ে গ্রামের ছোট বড় পাঁচ শতাধিক লোকের অংশগ্রহণে বিজয় র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী বিজয় মেলা ও লোকজ উৎসবের। র‍্যালিটি বালিগাঁও গ্রামের মেঠোপথ ধরে পুরো গ্রাম প্রদক্ষিণ করে।


বিজ্ঞাপন


বালিগাঁও একটি প্রাচীন জনপদ। এই গ্রামেরই সন্তান ছিলেন দানু মিয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকারদের সহায়তায় পাকবাহিনী তাঁকে হত্যা করে। গ্রামের তরুণরা শহীদ দানু মিয়ার নামে একটি পাঠাগার গড়ে তোলে। সেই দানু মিয়া ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে দেড় যুগ ধরে এ উৎসব হয়ে আসছে বালিগাঁও গ্রামে।

আয়োজক তুহিন জুবায়ের জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও হারিয়ে যাওয়া খেলাধুলা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, আবৃত্তি, চিত্রাংকন এবং গ্রামীণ খেলাধুলায় আবহমান বাংলার চিরায়ত রূপের এক জীবন্ত প্রতিচ্ছবি ফুটে উঠে এ উৎসবে।


বিজ্ঞাপন


আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী বিজয় র‍্যালির মধ্যে দিয়ে শুরু হওয়া বিজয় মেলা ও লোকজ উৎসবের আয়োজনে রয়েছে - দৌড়, লং জাম্প, হাই জাম্প, যেমন খুশি তেমন সাজ, ঝুড়িতে বল নিক্ষেপ, মেয়েদের হাড়ি ভাঙ্গা ও রশি টান, ছেলেদের মোরগ লড়াই ও কাবাডি, ধিরে সাইকেল চালানোসহ গ্রামীণ বিলুপ্তপ্রায় ৩০টি খেলাধুলা।

এছাড়াও রয়েছে মুক্তিযোদ্ধা সম্মাননা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, গান, আবৃত্তি, পথ নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টরি-সিনেমা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও আলোচনাসভা।

তিন দিনব্যাপি বিজয় মেলা ও লোকজ উৎসব চলবে আগামী ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন