আজ ২৪ আগস্ট। ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। ১৯৯৫ সালের এদিনে দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইলের কাছেই কিছু বিপথগামী পুলিশ সদস্যের হাতে ধর্ষিত হন ১৬ বছর বয়সী ইয়াসমিন। তবে ওই ঘটনার প্রতিবাদে দিনাজপুরবাসী যা করেছিল, তাতে কেঁপে গিয়েছিল পুরো বাংলাদেশ।
টানা কয়েক দিন পুরো দিনাজপুর জেলা কার্যত অচল করে দেয় বিক্ষোভকারীরা। কারফিউ-গুলি কোনো কিছুই তাদের দমাতে পারেনি সেদিন। ক্ষোভ সামাল দিতে দিনাজপুর পুলিশ সুপারকে বদলি করা হয়। আরও ১০৫ পুলিশ কর্মকর্তা এবং সদস্যকেও বদলি করা হয় অন্যান্য জেলায়। অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে আটক করে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। প্রবল বিক্ষোভের মুখে পাঁচ দিন পরে ময়নাতদন্ত এবং সুরতহাল রিপোর্ট তৈরির জন্য ইয়াসমিনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। ময়নাতদন্তের পর অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়। বিচারের মাধ্যমে তারা আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল। ঘটনার ৯ বছর পর ২০০৪ সালে সেই পুলিশ সদস্যকে ফাঁসি দেওয়া হয়।
বিজ্ঞাপন
কিন্তু আলোচিত সেই অপরাধ আর দৃষ্টান্তমূলক সেই শাস্তির পরও থেমে নেই নারীর প্রতি সহিংসতা; বরং ইদানীং তা বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মামলা নিষ্পতিতে দীর্ঘ সময় লেগে যাওয়া ও সঠিক বিচার না হওয়ায় ধর্ষণ ও নির্যাতন বন্ধ হচ্ছে না।
সূত্র জানিয়েছে, দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাড়ে ৪ হাজারের অধিক মামলা আটকে আছে। গত ৮ মাসে আদালতে নারী নির্যাতন ও ধর্ষণ মামলা হয়েছে ৮৭১টি। আর ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই আদালতে মামলা হয় ১ হাজার ২৭৬টি।
ইয়াসমিনকে নিয়ে আন্দোলনে নেতৃত্বদানকারী দিনাজপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, সে সময় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরবাসীর পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করেন। বর্তমান সরকার নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে কাজ করলেও এ ঘটনা কমছে না। নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রতিরোধে সবাইকে এক যোগে কাজ করতে হবে। একই সঙ্গে নারী নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।
দিবসের আনুষ্ঠানিকতা
বিজ্ঞাপন
ইয়াসমিন ট্র্যাজেডি দিবস উপলক্ষে দিনাজপুর শহরের দশমাইল মোড়ে ইয়াসমিনের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করা বিভিন্ন সংগঠন।
ইয়াসমিনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইয়াসমিনের মা শরীফা বেগম নিজ বাড়িতে দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছেন।
প্রতিনিধি/এইচই