ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের তেলের ডাঙ্গী গ্রামের ব্যবসায়ী আতাহার হোসেনের(৬৩) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি থাই এ্যালমুনিয়ামের ব্যবসায়ী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মোশাররফ হোসেন ওরফে ভিপি মুছার মেঝো ভাই।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নির্মাণাধীন দোতলা ভবনের নিচতলার একটি ঘর থেকে মাথায় জখম অবস্থায় তার লাশটি উদ্ধার করে চরভদ্রাসন থানা পুলিশ।
বিজ্ঞাপন
নিহতের স্ত্রীর মোছা. শিপন জানান, এক সপ্তাহ আগে তিনি বাপের বাড়িতে বেড়াতে যান। তার স্বামী বাড়িতে একাই ছিলেন। আজ বুধবার আমার আসার কথা ছিল। সকালেই এই সংবাদ শুনে এসে দেখি ঘরের মধ্যে খাটের উপর তার লাশ পড়ে আছে। সম্প্রতি তার শাশুরি মারা গেছেন, তার ভাই বোনদের সাথে বাড়িতে মিলাদ দেওয়া ও জমিজমা নিয়ে সমস্যা চলছিল।
গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মো: ইয়াকুব আলী জানান, সকাল ১১টার দিকে সংবাদ পেয়ে আতাহারের বাড়িতে আসি। নির্মাণাধীন বাড়ির তার নিচতলাতে একটি ঘরের দরজা বন্ধ ছিল। জানালার পাশ দিয়ে খাটের উপর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খরব দেই।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ জিয়ারুল জানান, সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাই আতাহারকে গুলি করে হত্যা করা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনা স্থালে আসি। নিহতের ঘরের বিছানার উপর তার লাশ পরে থাকতে দেখি। তবে গুলি করা হয়েছে এমন না তবে তার মাথায় হাতুর জাতীয় কিছুর আঘাতের চিহ্ন দেখা যায়। পুলিশের ক্রাইমসিন এসেছেন তারা দেখছে। হত্যার কারণ এখনো জানা যায়নি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এজে