রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘ইতিহাসের সবচেয়ে বেশি জনসমর্থিত সরকার ড. ইউনূসের’

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) আবির্ভূত হয়নি। দেশের ইতিহাসের সবচেয়ে বেশি জনসমর্থিত সরকার ড. ইউনূসের। আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ড. ইউনূসের। 

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে বরিশাল প্রেসক্লাবে ঈদ উপলক্ষে এবি পার্টির উদ্যোগে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এবি পার্টির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এ সভা হয়।


বিজ্ঞাপন


ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের সরকার। এ সরকার যদি সবার ঐক্যমতের ভিত্তিতে ২ - ৪ বছর থাকতে পারে, তাহলে গত ৪-৫ বছর ধরে আমাদের মাঝে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল - সেই পথে অনেকটা এগিয়ে যাবো।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলগুলো গত ১৬-১৭ বছর ধরে বলে আসছে ভোট, নির্বাচন ও গণতন্ত্র চাই। আর তরুণদের আকাঙ্খা যেগুলো দেয়ালে দেয়ালে লেখা হয়েছে, সেখানে অবিলম্বে নির্বাচনের কথা বলা নেই। তরুণদের আকাঙ্খা ভিন্ন হলেও মর্যাদার জায়গায় দু’টিই সমান। রাজনৈতিক দলের আকাঙ্খাগুলো যেমন ন্যায্য, তেমনি তরুণদের সংস্কারের দাবিগুলোও ন্যায্য।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, সংস্কার, বিচার, নির্বাচনের কোনটাকেই আমি একটার সঙ্গে আরেকটাকে সাংঘর্ষিক মনে করি না। এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ৭১-এর মুক্তির লড়াই, ২৪-এর গণঅভ্যুত্থান। কিন্তু, এ সরকারকে কাজ করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। একটা সঠিক বা হক বিষয় চাপিয়ে দিলেও জাতি মেনে নেয় না।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub