বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিঃস্ব পরিবার

বন্ধুকে ঈদের জামা দিতে গিয়ে লাশ হলো ৩ ভাই, আরেক ভাই পানিতে ডুবে মৃত্যু

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুরা ইউনিয়নের টিকিকাটা গ্রামের মো. নাসির খাঁন ও শিউলি বেগম দম্পতির চার সন্তানের একজন পানিতে ডুবে মারা যায় দুই বছর আগে। বাকি তিন সন্তান মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তিন ভাই মিলে পার্শ্ববর্তী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় যাচ্ছিলেন বড় ভাইয়ের বন্ধুর জন্য কেনা ঈদের নতুন পোশাক পৌঁছে দিতে। সেই নতুন পোশাক পৌঁছে দিয়ে আর বাড়ি ফেরা হলো না তাদের। পথে রাজিব পরিবহনের বাসের চাপায় প্রাণ গেল আপন তিন ভাইয়ের।

thumbnail_IMG-20250329-WA0004_20250329_140810261


বিজ্ঞাপন


‎শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকার পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎দুপুরে নিহত তিন ভাইয়ের মরদেহ উপজেলার গুলিশাখালী গ্রামের নানা বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। তাদের মরদেহ দেখে বাবা-মাসহ আশপাশের মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শেষবারের মতো একনজর দেখতে আশপাশের অসংখ্য মানুষ ওই বাড়িতে ভিড় করেন।

আরও পড়ুন

বাসচাপায় ঘটনাস্থলেই তিন ভাই নিহত

‎নিহত তিন ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর বারবার মূর্ছা যাচ্ছিলেন তার মা শিউলি বেগম। ঈদের আগ মুহূর্তে তিন সন্তানকে হারিয়ে বারবার কেঁদে উঠছেন তিনি।


বিজ্ঞাপন


‎কান্নাজড়িত কণ্ঠে মা শিউলি বেগম বলেন, আমার তো সব শেষ হয়ে গেল। হায় আমার সন্তান কোথায় পাব। বন্ধুর জন্য কেনা ঈদের জামা পৌঁছে দিতে গেল আর ফিরে আসলো না। এখন আসছে সবাই লাশ হয়ে।

IMG-20250329-WA0005

‎মামা বুলু হাওলাদার বলেন, ওরা সবাই ঢাকায় থাকে। বড় জন গার্মেন্টসে চাকরি করে। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়িতে এসে বড় ভাগনে নাঈমুজ্জামান শুভ তার বন্ধুর পরিবারের জন্য ঢাকা থেকে আনা ঈদের পোশাক পৌঁছে দিতে গিয়েছিল আজ। পথে সড়ক দুর্ঘটনায় তিনজনই মারা গিয়ে পরিবারটা পুরোপুরি নিঃস্ব হয়ে গেল।

‎গুলিশাখালী গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, একই পরিবারের তিন সন্তানের মৃত্যুর খবর শুনে মহল্লায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনা খুবই বেদনাদায়ক।

IMG-20250329-WA0007

‎এদিকে এ ঘটনায় ঘাতক রাজিব পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।‎

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub