বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাসচাপায় ঘটনাস্থলেই তিন ভাই নিহত

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বরগুনার পাথরঘাটায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা আরোহী আপন তিন ভাই নিহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250329-WA0001

নিহতরা হলেন, মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের তিন ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত ও মো. নাদিম।

আরও পড়ুন

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল রাজিব পরিবহন নামের বাসটি। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সোনারবাংলা নামক স্থানে চাপা দেয় ঘাতক বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা আপন তিন ভাই নিহত হন। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250329-WA0002

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন