রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

সারাদেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও যশোরের কেশবপুরে রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে।   

রোববার (২৩ মার্চ) বেলা ১২টায় খাগড়াছড়ি শহরের প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ত্রিপুরা সংসদ, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


তার আগে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্বর ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

thumbnail_Khagrachari_Hill_Human_Chain_Photo_6

বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা সংসদ কেন্দ্রীয় সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা, উইমেন রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়কারী ও মানবাধিকার কর্মী নমিতা চাকমা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নবলেশ্বর ত্রিপুরা (লায়ন), খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রতিনিধি গীতিকা ত্রিপুরা ও কাজল বরন ত্রিপুরা, ছাত্র প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা প্রমুখ।

আরও পড়ুন

রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বক্তারা বলেন, নারীরা আজ ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদে নেই। অপরাধীদের অতিদ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যদি অপরাধীদের বিচার না হয় আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub