শনিবার সন্ধ্যায় মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস আর পাঞ্জাব কিংস। রাজস্থানের ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়েই ধাক্কা খায় পাঞ্জাব। ৪৩ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু, তাঁর ব্যাটে জ্বলে উঠল না সেই চেনা আগুন।
২১ বলে ৩০ রান- সংখ্যাটা খুব একটা খারাপ নয় শুনতে, কিন্তু ম্যাচের প্রেক্ষাপটে এই ইনিংস ছিল অনেকটাই নিস্প্রভ। বিপরীতে, নেহাল ওয়াধেরা তখন মারমুখী। আর এই গড়পড়তা পারফরম্যান্সের কারণেই সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের কটাক্ষের শিকার হয়েছেন ম্যাক্সওয়েল।
বিজ্ঞাপন
একটু রসিকতা করেই বললেন তিনি, “গ্লেন ম্যাক্সওয়েল হলো ক্রিকেটের হ্যালির ধূমকেতু। যেমনটা আমরা ৭৫ বছর পর পর একবার দেখি, ম্যাক্সওয়েলও ঠিক তেমন ৭৫টা ম্যাচে একবার ভালো খেলে।”
তাঁর ভাষায়, “শেষবার হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল ১৯৮৬ সালে, আবার দেখা যাবে ২০৬১-তে। ব্যাট হাতে ম্যাক্সওয়েলও তেমনি দুর্লভ।”
পাঞ্জাব কিংস গত বছর আইপিএলের মেগা নিলামে ৪.২ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল এই অজি অলরাউন্ডারকে। প্রত্যাশা ছিল অনেক, কিন্তু চলতি মৌসুমে সেভাবে কিছুই দিতে পারেননি তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে শূন্য রানে ফেরেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন নিষ্প্রভ—তিন ম্যাচে করেন মাত্র ৩৯ রান। আর রাজস্থানের বিপক্ষে ছয় নম্বরে নেমেও ভরসা দিতে পারলেন না দলকে।
গতবছর মেগা নিলামে ম্যাক্সওয়েলেকে ৪.২ কোটি টাকায় কিনে নেয় পাঞ্জাব। তবে চলতি আইপিএলে এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে।